রাঙামাটি জেলা শহরের কল্যাণপুর বাজারের একটি মুদি দোকানের ভেতর থেকে ‘বার্মিজ পাইথন’ প্রজাতির অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে। জানা গেছে, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৬ কেজি।
স্থানীয় লোকজন জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে অজগরটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা এসে এটি উদ্ধার করে। এসময় বাজার এলাকা জুড়ে উৎসুক মানুষের জটলা তৈরি হয়। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজেই লোকালয়ে চলে এসেছে অজগরটি।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা শহরের কল্যাণপুর বাজারের খোকনের মুদি দোকান থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়া বলেন, লোকালয় থেকে উদ্ধার করা অজগরটি আজ বুধবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।