বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে আজ নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। বিকাল তিনটায় শুরু হয়ে চলবে রাত ১১ টা পর্যন্ত। রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতি বছর জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়ে আসলেও চট্টগ্রামে প্রথম এই কনসার্টের আয়োজক সিআরআই নামের (সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) একটি প্রতিষ্ঠান।
গতকাল কনসার্ট স্থল পরিদর্শনে এসে সিআরআই’র ট্রাস্টি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সে উপলক্ষে আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি। এবার হবে অষ্টমবারের মত। চট্টগ্রামে প্রথমবারের মতো জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শকদেরও প্রত্যাশা ছিল। দর্শকদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আমরা এখানে (চট্টগ্রামে) কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, ৫০ হাজার দর্শক কনসার্টে অংশগ্রহণ করবেন। জানা গেছে, কনসার্ট মাতাবে নয়টি ব্যান্ড। আর্টসেল, চিরকুট, ক্রিপটিক ফেইটের সাথে রয়েছে লালন, অ্যাভোয়েড রাফা, নেমেসিসের মত জনপ্রিয় ব্যান্ডদল। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে রাখা আছে। আশা করা হচ্ছে, সুন্দর একটি কনসার্ট অনুষ্ঠিত হবে।