৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৯০ শিশু

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

আলহাজ আবদুল মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৯০ জন কোমলমতি শিশু পেল বিভিন্ন চমকপ্রদ পুরস্কার। ফয়সলেক এলাকার লেক ভিউ আবাসিক এলাকা জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে বাইসাইকেল, ১৪ জনকে কম্বল, ২১ জনকে স্কুল ব্যাগ এবং ২৬ জনকে জায়নামায বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় জামে মসজিদের খতিব নুরুল আমিন মাহাদী। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলতাফ হোসেন, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাচ্চু, ফাউন্ডেশন পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দীন, হাফেজ মুফতি মো. ওমর ফারুক আল মাদানী প্রমুখ। বক্তারা বলেন, নামাজ আদায় মুসলমানদের জন্য ফরয। শিশু বয়স থেকে নামাজে আগ্রহী করে তুলতে এ ধরনের প্রতিযোগিতা সব জায়গায় করা উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিনদুপুরে দোকান থেকে নগদ টাকা চুরি
পরবর্তী নিবন্ধজরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি