বাঁশখালীর পুকুরিয়া দক্ষিণপাড়া ইয়ং জেনারেশন আয়োজিত চতুর্থবারের মতো বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুকুরিয়া ৮নং ওয়ার্ডস্থ শফিকুল আলম স্টেডিয়ামে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। পুকুরিয়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক আবদুচ ছবুরের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী এ. আর. সাইদ চৌধুরী।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় সাতকানিয়া ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ ১–০ গোলে হেলাল একাডেমিকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ফাহিম। বক্তব্য রাখেন পুকুরিয়া চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বোরহান উদ্দিন এম.নেওয়াজ। হাবিবুল বশরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, ইউপি সদস্য মনিরুল মান্নান চৌধুরী, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, এম মহিউদ্দিন, গোলাম হায়দার চৌধুরী, জিয়াউল হক, রবিউল ইমতিয়াজ।