‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্র্রয়োজন স্মার্ট লাইব্রেরি’

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগার প্র্রাঙ্গণ থেকে এক র‌্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য প্র্রফেসর ড. শিরীণ আখতার। র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্র্রধান অতিথি ছিলেন উপাচার্য প্র্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ ছিলেন গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি উপউপাচার্য (একাডেমিক) প্র্রফেসর বেনু কুমার দে।

গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্র্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং গ্রন্থাগার দপ্তরের উপরেজিস্ট্রার মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, প্র্রক্টর, প্র্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সহকারী প্র্রক্টরবৃন্দ, অফিস প্র্রধানবৃন্দ, চবি কেন্দ্রীয় লাইব্রেরির কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন,লাইব্রেরি হচ্ছে জ্ঞানের আধার। লাইব্রেরিকে একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

উপাচার্য বলেন, স্মার্ট দেশ গড়তে স্মার্ট লাইব্রেরির প্র্রয়োজন। স্মার্ট লাইব্রেরী গড়ার প্র্রত্যয় নিয়ে চবি প্র্রশাসন লাইব্রেরির অবকাঠামো উন্নয়নসহ আধুনিকায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিকে ইরিসোর্স সমৃদ্ধ এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে সকল কার্যক্রম ও সেবা প্র্রদান করা হচ্ছে।

বিশেষকরে প্র্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য কেন্দ্রীয় লাইব্রেরিতে বিশেষ সুবিধা প্র্রদান করা হয়েছে। বিএসআরএম প্র্রদত্ত ল্যাপটপসহ প্র্রযুক্তিগত সুবিধা চালুর মাধ্যমে প্র্রতিবন্ধী শিক্ষার্থীরা শীগ্রই অধিকতর সুযোগসুবিধা লাভ করবে। উপাচার্য জাতীয় গ্রন্থাগার দিবসের সার্বিক সফলতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পৃথক দুর্ঘটনা, ৩ মোটরসাইকেল আরোহী আহত
পরবর্তী নিবন্ধ১৮ বছরের আগে সন্তানদের হাতে স্মার্টফোন নয়