এই জীবনে তুমি তো আর
কখনোই হবে না আমার
জীবন চলার পথের সাথী।
হওয়ার ও নয় যে তা কোনো দিন!
তাই করিনি কখনোই
তোমার কাছে এমন দাবি যে,
তুমি শুধু হয়ে থাকো আমারি।
যত বার তুমি জানতে চেয়েছো
‘কী চাও বল তুমি’
একবারও বলিনি যে,
তুমি আমার হয়ে থাকো।
কারণ জানি আমি
এ জীবনে এ যে
হওয়ার নয় কখনোই!
যদি আরেকটা জীবন পেতাম আমি
সে জীবনে অবশ্যই তোমাকে
প্রার্থনাতে চেয়ে নিতাম আমি।
শুধু মিছে মিছে কাব্য আর গানে
কী হবে খুঁজে এখন তোমাকে!
খুঁজব না তোমাকে এখন থেকে আর,
শরতের পেঁজা তুলোর মত
ভেসে চলা ঐ শুভ্র মেঘে!
পাতবো না আসন তোমার তরে
আর কোনো চাঁদনী পসর রাতে।
কিংবা শ্রাবণের বর্ষণমুখর দিনে,
কোনো নিস্তব্ধ দুপুরে!
খুঁজবো তোমাকে আর কোনোদিন,
আমার জানালার কার্ণিশে।
দাঁড়িয়ে থেকে ঐ মেঘমল্লার সাথে।
তুমি তো আর আসবে না
বাদলের মাদল বাজিয়ে
মোর জানালার কার্ণিশে!
খুঁজব না তোমাকে কোনোদিন আর,
বৃষ্টি ভেজা রাজপথে।
জুঁই, চামেলি, বেলী, হাসনাহেনা,
কাঠ গোলাপ,বকুল বা
ভেজা কদম হাতে।