স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধনে এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

গতকাল বুধবার সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী (আংশিক) নির্বাচনী এলাকায় সংসদ সদস্য দিদারুল আলমের নিজস্ব অর্থায়নে লতিফা সিদ্দিকী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, লায়ন নাজমুল হক, লতিফা সিদ্দিকী কলেজের সভাপতি ফয়সাল সিদ্দিকী, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, মহিউদ্দিন মনি, তোহিদুজজামান মেজবা, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসুপ্ত প্রতিভাকে খুঁজে বিকশিত করতে হবে : এমপি নোমান
পরবর্তী নিবন্ধবুলবুল চৌধুরী নৃত্যশিল্পচর্চার নবধারার প্রবর্তক