লোহাগাড়ার চুনতিতে মাদারট্রি গর্জন গাছ কাটার সময় চাপায় পড়ে মোজাম্মেল হক (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন পাড়ার রাঙ্গা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মোজাম্মেল হক কক্সবাজারের চকরিয়া থানার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৃন্দাবনখালির মৃত আহমদ হোসেনের পুত্র।
স্থানীয়রা জানায়, প্রায় ১০ দিন ধরে জনৈক ফরিদুল আলমের মালিকানাধীন রাঙ্গা পাহাড় থেকে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করছিল একদল শ্রমিক। রবিবার সকাল থেকে ৪টি মাদারট্রি গর্জন গাছ কর্তন করে তারা। এ সময় একটি মাদারট্রি গর্জন গাছের চাপায় ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গাছ চাপায় থেঁতলে গেছে তার মাথা। বের হয়ে গেছে মাথার মগজ।
হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য শফিউল আলম জানান, বিকেলে নিহত শ্রমিকের মরদেহ একটি লেগুনা যোগে তার বাড়িতে নিয়ে আসে তিন ব্যক্তি। তারা নিহত শ্রমিকের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মরদেহ রেখে পালিয়ে যাবার চেষ্টা করছিল। এ সময় এলাকার লোকজন তাদেরকে আটকায়। পরে বিষয়টি চকরিয়া থানাকে জানানো হয়। চকরিয়া থানা পুলিশ লোহাগাড়া থানার সাথে কথা বলে মরদেহ সেখানে পাঠিয়ে দেয়।
চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, রাঙ্গা পাহাড়টি অভয়ারণ্য সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জায়গা। তবে গাছ চাপায় শ্রমিক নিহতের সংবাদে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে ৪টি মাদারট্রি গর্জন গাছ ও বিভিন্ন প্রজাতির ১০টি গাছের গোড়া জব্দ করা হয়েছে। জনৈক ফরিদুল আলমের কাছ থেকে বাগানের গাছগুলো চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন ক্রয় করে কর্তন করছিলেন। অবৈধভাবে মাদারট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হবে।
প্রায় ১০ দিন ধরে অভয়ারণ্য এলাকার পাশ থেকে অবৈধভাবে গাছ কর্তনের ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলে জানান।
বাগানের মালিক ফরিদুল আলমের মোবাইল ফোনে একাধিকাবার কল করেও সাড়া পাওয়া যায়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদিন জানান, বাগানের মালিক ফরিদুল আলমের কাছ থেকে তার ছেলে সাইফুল ইসলাম গাছগুলো ক্রয় করে কর্তন করছিল। গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু খুবই দুঃখজনক।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।