চন্দনাইশে ৫ মামলার আসামি গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ৪:১১ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাহাড়ি চোলাই মদ বিক্রি করার সময় ৫ মামলার পলাতক আসামি মো. আলমগীর(৪৫)কে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার(৩ আগস্ট) ভোর রাতে উপজেলার মৌলভী বাজারস্থ বরকল রোডের উত্তর পাশে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে মদ বিক্রি করার সংবাদ স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ভোররাতে বরকল রোডের উত্তর পাশে অভিযান চালায়। এসময় দেশীয় তৈরি পাহাড়ি চোলাই মদ বিক্রি করাকালে মো. আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তার কাছ থেকে বিক্রির জন্য মজুদ রাখা ৩০ লিটার মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামের ওয়ারিশ খার বাড়ি এলাকার খুইল্যা মিয়ার পুত্র। মদ উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আজ বুধবার ভোররাতে প্রকাশ্যে মদ বিক্রি করার সময় মো. আলমগীর নামে ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চন্দনাইশ থানাসহ বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর। গ্রেপ্তারকৃত আলমগীরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের তাড়া খেয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে সীতাকুণ্ডে চালক নিহত
পরবর্তী নিবন্ধঅপুর ‘লাল শাড়ি’তে যুক্ত হলো বিশ্বরঙ