নগরীতে বাস থেকে নামার সময় মো. দুলাল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কের সিলভার প্লেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত দুলাল আনোয়ারা উপজেলার বোয়ালিয়ার বকর আলী মাঝি বাড়ির মৃত আব্দুস সামাদের পুত্র।
পুলিশ জানায়, বাকলিয়ার ব্লুমিং পার্ক থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে যাওয়ার পথে চলন্ত বাস থেকে নামার সময় ছিটকে রাস্তায় পড়ে যান দুলাল আহমেদ। এ সময় ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হন তিনি। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ওই বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।