ভারতে একদিনে শনাক্ত বাড়ল ৯০ শতাংশ

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:৪০ পূর্বাহ্ণ

ভারতে একদিনে নতুন কোভিড রোগীর সংখ্যা প্রায় ৯০ শতাংশ বাড়ায় সংক্রমণ ফের বাড়তে শুরু করতে পারে এমন আশঙ্কা দেখা দিতে শুরু করেছে। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ২১৮৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, অথচ একদিন আগে একই সময়ে ১১৫০ জন শনাক্ত হয়েছিল। একদিনে রোগী বৃদ্ধিতে ৮৯ দশমিক ৮ শতাংশ উলম্ফন ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ২১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে এদের মধ্যে কেরালায় আগে মৃত্যু হওয়া ২১২ জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬২টি মৃত্যুর বিষয়ে ওঠা আপত্তি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং বাকি ১৫০ জনের মৃত্যু ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে ঘটেছে বলে রাজ্যটি জানিয়েছে।

জনসাধারণের মধ্যে সংক্রমণ কী পরিমাণ ছড়িয়েছে তার সূচক দৈনিক পজিটিভিটি রেট একদিন আগে যেখানে শূন্য দশমিক ৩১ শতাংশ ছিল সোমবার তা বেড়ে শূন্য দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলেভিভে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধপাকিস্তানে প্রথম ধাপে শপথ নিতে পারেন কমপক্ষে ১২ মন্ত্রী