সনাতন সংগঠনের সাংগঠনিক মিলনমেলা

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

সনাতন সংগঠন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর জেএম সেন হল মিলনায়তনে সাংগঠনিক মিলনমেলা গত ২ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন অশোক চক্রবর্তী লিংকন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য, মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, সনাতন সংগঠন ঢাকার উপদেষ্টা তপুব্রত ভট্টাচার্য, সনাতন সংগঠনের বিভাগীয় সভাপতি ডা. সজীব তালুকদার ও সংগঠক কানন প্রতাপ দত্ত।সুপ্রিয়া চৌধুরী, শান্তনু মিত্র ও পল্লব গুপ্ত বিপুলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ডা. সন্তোষ কুমার দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য, অ্যাড. রাজীব দাশ (বাবু) ও বাপ্পাদিত্য বসু। গীতা-চণ্ডী ও শিব স্তোত্র পাঠ করেন সংগঠনের সদস্যরা। মিলনমেলায় সনাতন সংগঠন মহানগর কমিটি (২০২২-২০২৩) এর ৩৫ জন সদস্য ও সনাতন যুব ফোরামের ২৫ জন সদস্যের অভিষেক অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের কার্যক্রম নিয়ে ভার্চুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রূপা সেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন সংগঠন সনাতনী সমাজের স্বার্থ রক্ষা ও উন্নয়নে প্রাতিষ্ঠানিক স্থাপনার মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে চলার প্রত্যয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন সনাতনী সমাজের দাবি আদায়ে প্রত্যক্ষ আন্দোলন ও সচেতনতা আনয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন