অর্থনৈতিক উন্নয়নে নারী অবদান রেখে চলেছে

চিটাগাং উইম্যান চেম্বারের বিজয় উৎসবে কামরুন মালেক

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে গতকাল বুধবার থেকে চার দিনব্যাপী শহীদ পাহাড়তলীর আমবাগান রোডের শাহজাহান মাঠে নানা কর্মসূচির মাধ্যমে বর্ণাঢ্য বিজয় উৎসব ও মেলা শুরু হয়। চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাওয়া, চট্টগ্রামের সভাপতি, পিডিজি লায়ন কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর পরিচালক ও উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব। অতিথি ছিলেন প্রাক্তন সাংসদ সাবিহা নাহার বেগম ও কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি বলেন, এক সময় দেশে নারীরা বদ্ধ স্থানে নানা ধরনের অনুষ্ঠান পালন করতো। এখন নারীরা অনেক এগিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী আমরা উন্মুক্ত মাঠে আয়োজন করার মত সাহস দেখিয়েছি। এটা আমাদের জন্য অনেক গর্বের বলে আমি মনে করি। এজন্য আমি কৃতিত্ব দিতে চাই চিটাগাং উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীকে। অর্থনৈতিক উন্নয়নে নারী অবদান রেখে চলেছে। ডা. মুনাল মাহবুব বলেন, আমরা নারী উদ্যোক্তারা শুধু ব্যবসা-বাণিজ্য নয় প্রতিটি সামাজিক, রাষ্ট্রীয় ও জাতীয় আচার-অনুষ্ঠান আমরা সমানভাবে পালন করতে পারি। বিজয় উৎসব তার উৎকৃষ্ট প্রমাণ। কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও অগ্রযাত্রায় অত্যন্ত আন্তরিক। এই আয়োজনকে সফল করতে সব ধরনের সহযোগিতা প্রদান করবো। সভাপতি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সবাই মিলে শপথ করি এদেশকে দুর্নীতিমুক্ত করে সুখী, সম্মৃদ্ধ সোনার বাংলা তৈরী করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবো। স্বাগত বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী। শুরুতেই অতিথিবৃন্দ মশাল জ্বালিয়ে উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উইম্যান চেম্বারের পরিচালক, সদস্যবৃন্দ ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ৪ দিনব্যাপী উৎসব সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮৫ বছরের বৃদ্ধের আমৃত্যু সশ্রম কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপ্রদীপ-চুমকির বিচার শুরু