সরকার যেখানে বিকেন্দ্রীকরণের দিকে ঝুঁকছে, সেখানে চট্টগ্রামের প্রতিষ্ঠান হয়েও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) নিয়োগ পরীক্ষা ঢাকায় নেওয়া নিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ২৭ ক্যাটাগরিতে ১১৮ পদের মধ্যে আবেদন সংগ্রহ করলেও আগামী ৪ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে ১০ ক্যাটাগরিতে ৫৬ পদের ৪৪ হাজার ১৩২ জন আবেদনকারী নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হবেন। এ কারণে চট্টগ্রামের বাসিন্দা হয়েও কয়েক হাজার আবেদনকারীকে ঢাকায় গিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে। ।
এ বিষয়ে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদ তার দপ্তরে দৈনিক আজাদীকে বলেন, ‘সরকারি বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়োগের জন্য সরকার কর্তৃক একটি নিয়োগ কমিটি গঠন করে দেওয়া হয়েছে। নিয়োগ কমিটি যাছাই বাছাই করে সংশ্লিষ্ট পদে নির্বাচিতদের তালিকা তৈরি করে দিলে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমি শুধু নিয়োগ দিব। এর আগের কোনো কার্যক্রমে আমার সম্পৃক্ততা নেই।’ ঢাকায় পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক ব্যাংকের নিয়োগে প্রশ্ন ফাঁস নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনা এড়ানোতে নিয়োগ পরীক্ষার জন্য সরকারিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটকে বেছে নেওয়া হয়েছে। পরীক্ষার স্থান নির্ধারণে আমাদের কোনো হাত নেই।’
গত বছরের ২৯ জুলাই ২৭ ক্যাটাগরিতে ১১৮ পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে কেজিডিসিএল। তন্মধ্যে সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ১৫জন, সহকারী ব্যবস্থাপক (আইন) পদে ৪ জন, সহকারী ব্যবস্থাপক (লাইব্রেরি) একজন, সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে ১৬ জন, সহকারী প্রকৌশলী (পুর) পদে ৭ জন, সহকারী প্রকৌশলী (তড়িৎ) পদে ৬জন, সহকারী প্রকৌশলী (যন্ত্র) পদে ১১জন, সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) পদে ৪জন, সহকারী প্রকৌশলী (মেটালার্জিক্যাল) একজন, সহকারী প্রকৌশলী (কম্পিউটার) পদে তিনজন, সহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন) পদে তিনজন, সহকারী প্রকৌশলী (জিআইএস) পদে দুইজন, সহকারী প্রকৌশলী (হার্ডওয়্যার) একজন, সহকারী প্রোগ্রামার পদে ৫ জন, সহকারী ব্যবস্থাপক (মেডিকেল অফিসার) একজন, সহকারী কর্মকর্তা (সাধারণ) পদে ১২ জন, সহকারী কর্মকর্তা (আইন) একজন, সহকারী কর্মকর্তা (ইমাম) একজন, সহকারী কর্মকর্তা (লাইব্রেরি) একজন, সহকারী কর্মকর্তা (অর্থ ও হিসাব) পদে ৪জন, সহকারী কর্মকর্তা (নিরীক্ষা) একজন, উপ-সহকারী প্রকৌশলী (পুর) পদে ৫জন, উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ) পদে তিনজন, উপ-সহকারী প্রকৌশলী (যন্ত্র) পদে তিনজন, উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) পদে দুইজন, উপ-সহকারী প্রকৌশলী (পাওয়ার) পদে দুইজন এবং উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার/আইটি) পদে তিনজন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
এর মধ্যে অনলাইনে নেওয়া আবেদনের পর যাচাই বাছাই করে আগামী ৪ ডিসেম্বর ১০ ক্যাটাগরিতে ৫৬ পদের জন্য নিয়োগ পরীক্ষা আহ্বান করে সংশ্লিষ্ট নিয়োগ কমিটি। তন্মধ্যে সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (লাইব্রেরি), সহকারী কর্মকর্তা (সাধারণ), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (ইমাম), সহকারী কর্মকর্তা (লাইব্রেরি) পদে ৩৫ পদের বিপরীতে ৩৬ হাজার ২৫৫ জনকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়েছে। একইভাবে সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব), সহকারী কর্মকর্তা (অর্থ ও হিসাব) এবং সহকারী কর্মকর্তা (নিরীক্ষা) পদে ২১ পদের বিপরীতে ৭ হাজার ৮৭৭ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে।
চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল দৈনিক আজাদীকে বলেন, ‘কর্ণফুলী গ্যাস রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের যে কেউ নিয়োগের জন্য আবেদন করতে পারে। কিন্তু চট্টগ্রামের প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পরীক্ষা চট্টগ্রামে হওয়া বাঞ্ছনীয় বলে আমরা মনে করি।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার কবীর চৌধুরী দৈনিক আজাদীকে, বাংলাদেশে এ ধরণের সব প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাতো ঢাকায় হয় না। চট্টগ্রামে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে নিয়োগ পরীক্ষা নেওয়া যেতো। এখন ঢাকায় পরীক্ষা নেওয়ার কারণে অনিয়মের প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে।’
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান দৈনিক আজাদীকে বলেন, ‘কর্ণফুলী গ্যাস চট্টগ্রামের প্রতিষ্ঠান হয়ে নিয়োগ পরীক্ষা ঢাকায় নেওয়ার মাধ্যমে চট্টগ্রামকে অবমূল্যায়ন করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে নিয়োগ কমিটির আহ্বায়ক ও কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফিরোজ খানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে নিয়োগ পরীক্ষার বিষয়ে কথা বলতে ক্ষুদে বার্তা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ তার অফিসে গেলেও তিনি ব্যস্ততা দেখিয়ে সাক্ষাত দেননি।