ভেঙে গেল অনুপমের দ্বিতীয় সংসার

| শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

দ্বিতীয়বার বিয়ে বিচ্ছেদের পথে হাঁটলেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে ডিভোর্সের কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করলেন তিনি। খবর বাংলানিউজের।
টুইটারে সঙ্গীতশিল্পী জানান, পিয়া আর স্ত্রী হয়ে নয়, ঘনিষ্ঠ বন্ধু হয়েই তার চলার পথে সঙ্গী হবেন। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। এটি তার দ্বিতীয় বিয়ে। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। সেই প্রেম পরিণতি পাওয়ার ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়। অনুপম জানান, মতানৈক্য ও ভাবনার পার্থক্যের কারণে আলাদা হচ্ছেন তারা। পিয়ার সঙ্গে এই সংক্ষিপ্ত পথচলা তিনি আজীবন মনে রাখবেন। তাই স্বামী-স্ত্রী হয়ে নয়, বন্ধু হয়ে তারা একে অপরের পাশে থাকবেন। একই সঙ্গে নিজের বন্ধু, পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম। তিনি লেখেন, আগামী দিনে পিয়াও যেন তার পাশে থাকেন। অনুরাগীদের কাছেও অনুপমের আবেদন, যাতে তারাও বিয়ে বিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখেন। অনুপমের এই ঘোষণার প্রায় ৩০ মিনিট পর পিয়াও ইনস্টাগ্রামে ডিভোর্স নিয়ে হুবহু একই বক্তব্য প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা উত্তর কালে মানব সম্পদ উন্নয়নের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধবুর্জ খলিফা জয়ের মাধ্যমে রেকর্ড গড়লেন স্মিথ