ব্রিটেনে সরবরাহজনিত সংকটের কারণে পাম্পগুলো জ্বালানিশূন্য হয়ে পড়ার মধ্যে আতংকিত গাড়িচালকরা হুমড়ি খেয়ে কেনাকাটা করায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে, অবস্থা মোকাবেলায় পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। খবর বিডিনিউজের। ট্রাক চালকের অভাবে গত কয়েকমাস ধরে ব্রিটেনে খুচরা দোকান ও রেস্তোরাঁগুলোতে পণ্য সরবরাহে গুরুতর ঘাটতি তৈরি হয়েছে। তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও ফিলিং স্টেশনগুলোতে তা পাঠানো যাচ্ছে না। এ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী নামানোর কথা বিবেচনা করছে সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে জ্বালানি সরবরাহে ঘাটতির বিষয়ে সতর্ক করার পর ব্রিটেনজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। গাড়ি নিয়ে পেট্রল পাম্পগুলোর দিকে ছুটতে শুরু করে মানুষ। তেল ভরার জন্য লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে তারা আর এভাবে ব্রিটেনজুড়ে পাম্পগুলো জ্বালানিশূন্য হয়ে পড়ে। দেশটির সরকার ইতোমধ্যেই পাঁচ হাজার বিদেশি ট্রাক চালককে অস্থায়ী ভিসা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। সংকট মোকাবেলায় এই শিল্পের সাবেক চালকদের ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার জানিয়েছে, প্রয়োজন দেখা দিলে সামরিক বাহিনীর সীমিত সংখ্যক ট্যাংকার চালককে মোতায়েন করার জন্য প্রস্তুত রাখবে তারা।