উদীচীর প্রতিবাদী সমাবেশে ঝুমন দাসের মুক্তি দাবি

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৪৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের শাল্লায় সামপ্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাসের মুক্তির দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী বলেন, সামপ্রদায়িক নিপীড়ন রাষ্ট্রের অসুস্থতার প্রমাণ।
সমাবেশে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, খেলাঘর উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম, মোরশেদুল আলম চৌধুরী, নাট্যজন সুচরিত দাশ খোকন, নাট্যকর্মী বাপ্পা চৌধুরী ও সুনীল ধর। এরপর শুরু হয় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন অনুপম বড়ুয়া পারু, সুভাগত বড়ুয়া ও ঈশা দে। সঙ্গীত পরিবেশন করেন সুজিত চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিআরবিতে কোনো স্থাপনা নির্মাণ করা চলবে না