বাঁশখালীর প্রধান সড়কের দারোগা বাজারের দক্ষিণে মনছুরিয়া এলাকায় এক দুঘর্টনায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একটি মালবাহী ট্রাকের গাছের সাথে ধাক্কা লেগেছে।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সংঘটিত এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হয়েছেন। তারা ব্যক্তিগতভাবে চিকিৎসা গ্রহণ করেছে।
দুর্ঘটনার পর বাঁশখালীর প্রধান সড়কের দারোগা বাজার থেকে টাইমবাজার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় অনেক ভোগান্তিতে পড়তে হয় পথচারী ও যাত্রীদের।