ভরা মৌসুমেও মিলছে না ইলিশ। একসময় একেক জেলে কমপক্ষে কয়েক খাচা করে ইলিশ মাছ নিয়ে আসতো হাটে। এখন আসছে আধা খাচা বা গোটা পাঁচ-দশেক ইলিশ নিয়ে। আর বাজারে এসে দাম ও হাঁকছেন আকাশচুম্বী। ফলে দরিদ্র কোন সাধারণ বা মধ্যবিত্ত ইলিশের দাম শুনেই ভয়ে সরে যাচ্ছে। গত শুক্র ও শনিবার মীরসরাই পৌরসদর বাজারে দেখা গেল দুই একজন জেলে আধাখাঁচা ছোট সাইজের ইলিশের সাথে বড় সাইজের মাত্র কয়েকটা ইলিশ নিয়েই বাজারে এসেছে। প্রতিটি ইলিশ বড় জোর ৩০০ গ্রাম। ছোট সাইজের ইলিশের দাম প্রতি কেজি ৫০০ থেকে ৭০০ টাকা। আর এক কেজি বা তার কম ইলিশ প্রতি কেজি ১২০০ থেকে ১৫০০ টাকা। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ক্রেতারা সাহস করছে না এইসব মাছের ধারে কাছেও যেতে। দাম শুনে দূর থেকে ইলিশের চেহারা উপভোগ করেই কেটে পড়ছেন অনেকেই। তবে সামর্থবান কোন ক্রেতা তা কিনে নিচ্ছেন বটে। গতকাল শনিবার সকালে রওশন আরা (৪৮) নামের এক ক্রেতা বলেন, এতো দাম দিয়ে ইলিশ কেনা সম্ভব না এবার। যদি কখনো দাম কমে তবে চেষ্টা করবো। এদিকে জেলেদের সাথে কথা বলে জানা গেছে দেশের কোন কোন স্থানে ইলিশ মিললেও মীরসরাইয়ে এবার ভরা মৌসুমে তেমন ইলিশ মিলছে না। সাগর থেকে অনেকটা খালি হাতে ফিরছে জেলেরা। ভরা মৌসুমে যেখানে জেলেদের মুখে হাসির ঝিলিক থাকার কথা সেখানে অধিকাংশ জেলের মুখ মলিন। মীরসরাই বাজারে ইলিশ বিক্রেতা হরিলাল জলদাস বলেন, ভরা মৌসুমে ইলিশ না পাওয়ায় চরম দুর্ভোগে রয়েছে আমাদের পরিবারগুলো। সাগরে যাওয়া আসার তেল খরচের টাকাই উঠছে না। তার উপরে ঋণের কিস্তি চালানোর সামর্থ হচ্ছে না। সাধারণত জুন থেকে আগস্ট এই তিন মাস জেলেদের জন্য বহু কাঙ্খিত। বর্ষার এই তিন মাসের দিকে তাকিয়ে থাকে জেলেরা। কারণ প্রতিবছর এ সময় সমুদ্রে প্রচুর ইলিশের দেখা মেলে। আর এই ইলিশ বিক্রির অর্থ দিয়েই চলে জেলেদের সারাবছরের সংসার।
সরেজমিনে উপজেলার বড়দারোগারহাট, বড়তাকিয়া, হাদি ফকির হাট, মিঠাছড়া বাজারে গিয়েও ইলিশের দেখা মিলছে কম। বড়দারোগাহাট ও মিঠাছড়া বাজারে ইলিশ দেখা গেলেও তা আকারে ছোট এবং মাঝারি। তাও এসব চট্টগ্রামের ফিশারিঘাট থেকে আসছে।এ বিষয়ে মীরসরাই উপকূলীয় জেলে সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হরিলাল জলদাশ বলেন, মৌসুম শেষের দিকে এলেও বঙ্গোপসাগরের মীরসরাই-সন্দ্বীপ চ্যানেলে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না। মীরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, কেন ইলিশ পাওয়া যাচ্ছে না, তাৎক্ষণিক এ বিষয়ে বলা যাচ্ছে না। বিস্তারিত পর্যবেক্ষণ শেষে জানা যাবে।