চমেকের ৫০ চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে পদায়ন

দায়িত্ব পালন করতে হবে করোনা ইউনিটে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৫০ জন চিকিৎসককে সংযুক্তিতে বিভিন্ন জেলা-উপজেলার হাসপাতালে পদায়ন করা হয়েছে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদ মর্যাদার এসব চিকিৎসককে পদায়নকৃত হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদায়নকৃত এসব চিকিৎসককে ৩০ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় ৩১ জুলাই হতে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। অবশ্য, সংযুক্তিতে অন্যত্র পদায়ন করা হলেও এসব চিকিৎসক বর্তমান কর্মস্থল থেকেই বেতন-ভাতা গ্রহণ করবেন মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, পদায়নকৃতদের মধ্য থেকে চমেক হাসপাতালে ৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন এবং ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ২ জনকে পদায়ন করা হয়েছে। বাকি চিকিৎসকদের কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার হাসপাতালগুলোতে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫৬ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। নানা সমালোচনার মুখে পরে সে আদেশ স্থগিত রাখে মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯১৫
পরবর্তী নিবন্ধ১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক