অসময়ে জ্যাকেট পরে ধরা পড়লো অপরাধী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৮:২৪ পূর্বাহ্ণ

এখন শীতের মৌসুম নয়। তাই জ্যাকেট জাতীয় গরম পোশাক গায়ে দেয় না কেউ। তাই অসময়ে জ্যাকেট পরে ধরা পড়লো অপরাধী। কখনো সে চুরি করে, কখনো ডাকাতিতে অংশ নেয়। গত ২৩ জুন ভোর রাতে তাকে অক্সিজেন পাঠানপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১টি ধারালো ছোরা ও ২০টি চাবি উদ্ধার করা হয়। তার নাম ইকবাল হোসেন প্রকাশ সোহেল (২৯)।
ঘটনার বিবরণে বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান আজাদীকে জানান, গত ২৩ জুন রাত সোয়া তিনটার দিকে অক্সিজেন পাঠানপাড়া এলাকায় একজন লোককে ঢোলা জ্যাকেট পরিহিত অবস্থায় হেঁটে যেতে দেখা যায়। অসময়ে জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় সন্দেহ হলে শরীর তল্লাশি করা হয়। এসময় একটি ছোরা ও ২০ টি চাবির গোছা উদ্ধার করা হয়। আসামির নাম ঠিকানা মোবাইলে থাকা সিডিএমএস এর সাহায্যে পর্যালোচনা করলে তার বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলার খোঁজ মিলে। ওসি জানান, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামির বাড়ি সাতকানিয়া এবং সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ইতিপূর্বে হাতিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কখনো সে ডাকাতি করে, কখনো সে সুযোগ বুঝে চুরি করে। আসামি আরো জানায়, সে তার কাছে থাকা চাবিগুলো দিয়ে যে কোনো ধরণের তালা খুলতে সক্ষম। আসামি চুরি ও ডাকাতি করার সময় ধারালো অস্ত্র নিজের কাছে রাখে। যাতে কেউ বাধা দিলে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যেতে পারে। চোরাই মালামাল ব্যাগে করে নেওয়ার সময় টহল পুলিশ ও অন্যান্য লোকজনের চোখে পড়বে ভেবেই সে জ্যাকেট পরে, যাতে চোরাইকৃত মালামাল জ্যাকেটের ভেতরে আড়াল করে নিয়ে যেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৬০ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার