রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ৫০ লিটার চোলাই মদ উদ্বার করেছে পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের উত্তর বনগ্রাম এলাকার অলি আহাম্মদের ছেলে মো. জাহাঙ্গীর (৩০), একই এলাকার অলি আহাম্মদের ছেলে মো. জসিম (৩৫), রাউজানের নোয়াপাড়া মৌকার দীঘির পাড় এলাকার মোহরম আলীর ছেলে মো. খোরশেদ (৪৮) এবং হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ জঙ্গল নিশ্চিন্তাপুর এলাকার মো. ইব্রাহিমের ছেলে মঞ্জুর আলী (৪০)। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে মঞ্জুর আলী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন বলে জানা গেছে।