আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবার জন্য অক্সিজেন ও বৈদ্যুতিক পাখা দিয়েছেন আনোয়ারার সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতাজ্জামান চৌধুরী বাবুর পুত্র ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইসি) চেয়ারম্যান ও নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি আনিসুজ্জামান চৌধুরী রনি।
গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিনের কাছে অঙিজেন সিলিন্ডার ও বৈদ্যুতিক পাখা হস্তান্তর করেন আনিসুজ্জামান চৌধুরী রনির একান্ত সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। এসময় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ জানান, আনিসুজ্জামান চৌধুরী রনির ব্যক্তিগত তহবিল থেকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ টি অক্সিজেন সিলিন্ডার ও ৬টি বৈদ্যুতিক পাখা স্থানীয় রোগীদের চিকিৎসার কাজে সহায়তার জন্য প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন অনুদান গ্রহনকালে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে করোনা মহামারী প্রতিরোধে ও গরমের তীব্র তাপদাহে চিকিৎসার কাজে অক্সিজেন সিলিন্ডার ও বৈদ্যুতিক পাখা রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।