দোহাজারীর দিয়াকুলে আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে উপ-পরিচালক বদিউল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২২ মে, ২০২১ at ৭:০৬ অপরাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুলে ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরির্দশন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক বদিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, সোনিয়া হক, চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
আশ্রয়ন প্রকল্প পরিদর্শণকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক বদিউল আলম বলেন, আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এজন্য গুণগত মান বজায় রেখে প্রতিটি ঘর নির্মাণ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর কর্মসূচির আওতায় দোহাজারী পৌরসভার দিয়াকুল মৌজায় ০.৮০ একর জমির ওপর ২২টি ঘর নির্মাণ করা হচ্ছে। ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি ঘরের সাথে ১টি টয়লেট, ১টি রান্নাঘর ও সামনে খোলা বারান্দা থাকবে। আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে চন্দনাইশের বৈলতলীতে আরো ২৯টিসহ মোট ৫৬টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।”
তিনি বলেন, “যাদের ভূমি ও ঘর নাই এমন শ্রেণীর মানুষকে এসব ঘর প্রদান করা হবে। যেন তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারেন।”

পূর্ববর্তী নিবন্ধবাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল ৪ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধলঘুচাপ, বন্দরে ১ নম্বর সংকেত