পটিয়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে দুই পরিবারের সাত সদস্যকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ঊনাইনপুরা গ্রামের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। চেতনা হারানো দুই পরিবারের সদস্যরা হলেন কল্পনা চৌধুরী (৪৫), বিরল চৌধুরী (৫০), প্রিয়া চৌধুরী (২৫), অরুন চৌধুরী (৬০), সাধনা বড়ুয়া (৪০), শুভজোতি বড়ুয়া (১৮) ও সুদীপ চৌধুরী (১৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ কল্পনা চৌধুরী বলেন, ভাতের মধ্যে কিছু একটা মিশিয়ে রাখা হয়েছিল। এছাড়া  মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা দুই লাখ টাকা ও স্বর্ণালংকার আলমিরা ভেঙে লুট করে নেয়ার কথা জানান তিনি। এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
        











