বান্দরবানে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৬:১১ অপরাহ্ণ

বান্দরবানে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শৈ চাউ মারমা (৩০)। তার বাড়ি কুহালং ইউনিয়নের থোয়াগ‍্যা পাড়া এলাকায়। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে পৌনে চারটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের বালাঘাটা মুসলিম পাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালক শৈ চাউ মারমার ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি কুহালং ইউনিয়নের বাসিন্দা কালচান মারমার পুত্র।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
দায়িত্বরত চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে তবে তাদের নাম জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধবেতবুনিয়ায় সেগুন বাগানে আগুন (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে খেলতে খেলতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু