বিখ্যাত ‘পরী’ গানের গীতিকবি শেখ রানা। প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে তার কবিতার বই, ‘কবিতার পোস্টকার্ড’। অনুপ্রাণন প্রকাশনী থেকে আসা এই বই নিয়ে শেখ রানা জানিয়েছেন টুকরো অনুভূতি।
বললেন, ‘গীতিকবিতা লিখছি অনেকদিন ধরে। তবে আমার লেখালেখির শুরু কবিতায় মগ্ন হয়ে। হেলাল হাফিজে মুগ্ধতা আর জয় গোস্বামীতে বিহ্বল পর্ব ধরে সোহরাব পাশা আর শঙ্খ ঘোষ। অথবা টুকরো কাগজে খুঁজে পাওয়া শাহনাজ মুন্নী’।
প্রবাস জীবনের শুরু থেকে আলগোছে কবিতা লেখার কথা জানান শেখ রানা। কয়েকটি কবিতা অন্তর্জালে প্রকাশ করলেও বেশিরভাগ থেকে গেছে অন্তরালে। মোট উনপঞ্চাশটি কবিতা রয়েছে বইটিতে।
শেখ রানা বললেন, ‘ফেরদৌস আরা টিচারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সময় নিয়ে, যত্ন করে প্রুফ দেখা এবং পরামর্শের জন্য। টিচার আমার লেখা পড়েন, আমার ভালো লাগে’।
কবিতার পোস্টকার্ডের প্রচ্ছদ করেছেন চিত্রকর মুরাদ। শেখ রানা জানান, তিনি চেয়েছিলেন বইটায় যেন থাকে একটু পুরোনো গন্ধ। ফন্ট আর পাতাগুলো যেন সত্তর বা আশি দশকের বইয়ের কথা মনে করিয়ে দেয়।