চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি ফটিকছড়িতে কম্বল, মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। উপজেলার বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং, সুন্দরপুর, কাঞ্চন নগর, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, নানুপুর, লেলাং ও খিরাম ইউনিয়নে এসব সামগ্রী মেয়র ও চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ইসমাইল হোসেন ও এস এম সিরাজ উদ-দৌলা, ইউপি চেয়ারম্যান রুস্তম আলী, জানে আলম, হারুন অর রশীদ, ইব্রাহিম তালুকদার, ইকবাল হোসেন চৌধুরী, শাহ নেওয়াজ, রশীদ উদ্দিন চৌধুরী কাতেব, এস এম সোয়েব আল সালেহীন, সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীন, সোহরাব হোসেন সৌরভ এবং ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন, নাজিরহাট পৌর ছাত্রলীগ সভাপতি রাসেল উদ্দিন, শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।