সন্দেহের জেরে পতেঙ্গায় প্রতিবেশীর ওপর হামলা!

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় একটি বাসায় বিদ্যুতের লাইন কেটে দেয়ার ঘটনা নিয়ে প্রতিবেশীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মো. আনোয়ার হোসেন ও তার স্ত্রী নারগিস আক্তার সুমি। গত ১ ফেব্রুয়ারি পতেঙ্গা থানাধীন পূর্ব কাটগড় তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মো. শরিফ প্রকাশ গুড্ডু (৩৯), মো. নাছির (৫০), মো. মিঠু (২৩), দিলুয়ারা বেগম (৩২) ও মো. ইলিয়াসকে (৪৮) আসামি করে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারগিস আক্তার সুমি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার সাব ইন্সপেক্টর সুবীর পাল গতকাল জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছেন।
নারগিস আক্তার সুমি জানান, বিদ্যুৎ বিলের বকেয়ার জন্য বিদ্যুৎ অফিসের লোকজন আসামিদের বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে তারা আবার অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বাসায় বিদ্যুৎ সরবারাহ করছিলেন। বিদ্যুৎ অফিসের লোকজন আসলে আসামিরা বাসা ছেড়ে পালিয়ে যান। বিদ্যুৎ সংযোগের ঘটনার পর থেকে আসামিরা আমাদের সন্দেহ করতে থাকেন।
নারগিস জানান, ঘটনার দিন পুকুরঘাটে কাজ করতে গেলে তার ছেলেকে মারধর করেন আসামিরা। এসময় নারগিস ছেলেকে রক্ষা করতে গেলে আসামিরা তাকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে নারগিসের স্বামী আনোয়ার হোসেন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন আসামিরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহনে পুরনো বিশৃঙ্খলা
পরবর্তী নিবন্ধস্বপ্ন ছুঁতে চায় তৈলারদ্বীপের ফুটবলকিশোরীরা