চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ক্রীড়া বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর ব্যবস্থাপনায় আয়োজিত শেখ আবু নাসের স্মৃতি টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট গতকাল সকালে সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের প্রথম খেলায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা দল ১২৪ রানে শহীদ কামরুজ্জামান কক্সবাজার জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ৩ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরিফউল্লাহ ১১৫ রান করেন। জবাবে কক্সবাজার জেলা দল ৬ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হয়। ম্যাচ সেরা আরিফউল্লাহকে পুরস্কৃত করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক ও কোচ সানোয়ার আহমেদ। দিনের অপর খেলায় শহীদ তাজউদ্দিন আহমেদ ঢাকা জেলা দল ৬৬ রানে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী যশোর জেলা দলকে পরাজিত করে। ঢাকা জেলার ১৭৮ রানের জবাবে যশোর ১১২ রান সংগ্রহে সক্ষম হয়। ঢাকা জেলার মাহবুবুল হাসানকে ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক সোলায়মান বাদশা। এর আগে চট্টগ্রাম ব্লাইন্ড স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও টুর্নামেন্ট ভেন্যু কমিটির চেয়ারম্যান ডা. বিদ্যুত বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লায়ন দিদারুল আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ, র্যাংকস এফসি এর ম্যানেজার মার্কেটিং ওয়াহিদুজ্জামান মিরণ, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর ডিরেক্টর ট্রেইনিং ও চীফ কোচ সানোয়ার হোসেন, চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম এস উদ্দীন বাবু, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান।