মতিঝর্ণায় দুই ব্যক্তিকে সাড়ে ১৫ লাখ টাকাজরিমানা

নির্বিচারে পাহাড় কর্তন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর মতিঝর্ণা এলাকায় নির্বিচারে পাহাড় কর্তনের অভিযোগে শাহজাহান ও মনোয়ারা বেগম নামের দুই ব্যক্তিকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতিতে পৃৃথক শুনানিতে তাদের এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী। তন্মধ্যে শাহজাহানকে ১৪ লাখ টাকা এবং মনোয়ারা বেগমকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, মতিঝর্ণা এলাকায় শাহজাহান নামের এক ব্যক্তি নির্বিচারে পাহাড় কেটে অবৈধভাবে ওই স্থানে দালান নির্মাণ করেছেন। তাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া পাশের মনোয়ারা বেগম নামের এক মহিলাও পাহাড় কেটেছেন। তাকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌন্দর্যবর্ধনে চুক্তি লঙ্ঘন
পরবর্তী নিবন্ধভূমিকম্পের ৬৫ ঘণ্টা পর শিশু উদ্ধার