ফুটবলারদের দ্বিতীয় দিনের অনুশীলনে বল নিয়ে ব্যক্তিগত ও দলীয় দুইভাবেই কাজ হয়েছে। দুই দিনের অনুশীলন দেখে ফুটবলারদের ফিটনেসে ভিন্নতা দেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। তিনি জানান একেক জনের ফিটনেসের অবস্থা একেক রকম। আগের দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে দলের ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার ফুটবলারদের ফিটনেস ‘অ্যাভারেজ’ ও ‘আপ টু দ্য মার্ক’ বলেছিলেন। কিন্তু গতকাল রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন শেষে পারভেজের দুই দিনের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা। তিনি বলেন এত অল্প সময়ের মধ্যে নিজেদেরকে পুরোপুরি ফিরে পাওয়া কঠিন। শুরু থেকে কোচ এবং আমরা এটা বলে আসছি, এখানে একেক জনের ফিটনেসের অবস্থা একেক রকম। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ট্রেনিংয়ের মধ্যে ছিল। তাদের ফিটনেস এক ধরনের। এর বাইরের ক্লাবগুলোর খেলোয়াড়রা দলীয় অনুশীলন বা খেলার মধ্যে ছিল না, তারা যা করেছে, ব্যক্তিগতভাবে করেছে। দলীয় ও ব্যক্তিগত ট্রেনিংয়ের মধ্যে বিশাল ফারাক থাকে। আগামী ১৩ ও ১৭ নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ মাঠে গড়াবে। প্রস্তুতির জন্য সময়টা যথেষ্ট নয় মোটেও। পারভেজ জানালেন, এই অল্প সময়ে সর্বোচ্চ ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা থাকবে।