৯ স’মিল বন্ধ, ৪৪ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী-হাটহাজারী

পটিয়া ও হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও হাটহাজারীতে লাইসেন্সবিহীন ৯টি অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কর্ণফুলীতে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড গুনলো ছয় স’মিল মালিক। লাইসেন্স বিহীন অবৈধ এসব করাতকলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। গতকাল বুধবার দুপুরে উপজেলার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনাকালে খাজা টিম্বার, শফি টিম্বার, মো. বদি আলম টিম্বার, মোহছেন আউলিয়া টিম্বার ও কর্ণফুলী টিম্বারের মালিককে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া লাইসেন্স না পাওয়া পর্যন্ত করাত কলগুলো বন্ধ এবং সড়কে কাট না রাখার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ১২ ধারায় লাইসেন্স ব্যতীত করাত কল স্থাপন বা পরিচালনা, মেয়াদ শেষ হওয়ার পূর্বে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হওয়া, ক্রয় বিক্রয়কৃত যাবতীয় কাঠের হিসাব সংরক্ষণ না করার কারণে ৬টি করাত কলকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে হাঁটার পথ সরু করে ফেলায় তাদেরকে সতর্ক করা হয়।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল বুধবার উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর এলাকায় করাত কলে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে গড়ে উঠা ৩টি করাতকলে অভিযান পরিচালনা করে করাত কলের মালামাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় করাতকাল স্থাপনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ৩টি করাতকলের সরঞ্জামাদি জব্দসহ কলগুলো বন্ধ করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাটহাজারী উপজেলায় ১৮টি করাত কলের লাইসেন্স রয়েছে। যেসব করাত কল অবৈধভাবে স্থাপন করা হয়েছে সেগুলোতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
পরবর্তী নিবন্ধএবার মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ