৫ দাবি : এবার ২ দিনের মানববন্ধন কর্মসূচি জামায়াতের

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

জুলাই জাতীয় সনদের আইনিভিত্তিসহ পাঁচ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফায় দুই দিনের মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান। নতুন কর্মসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর (মঙ্গলবার) মানববন্ধন হবে ঢাকাসহ সব বিভাগীয় শহরে। পরের দিন (১৫ অক্টোবর) হবে জেলা সদরে। খবর বিডিনিউজের।

গোলাম পরওয়ার বলেন, ৫ দফা দাবি আদায়ে এর আগে ১ থেকে ৯ অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের স্মারকলিপি দেওয়া হয়। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।

তাদের দাবির মধ্যে রয়েছেজুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুমনির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবি আদায়ে গত ১৮ সেপ্টেম্বর তিন দিনের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আন্দোলনে নামে দলগুলো। এসব দলের নেতারা বলছেন, এটি সরকারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি তাদের জনমত গঠনের ‘কৌশল’।

কিন্তু বিএনপিসহ বেশ কয়েক দল তাদের পাঁচ দফাকে দেখছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ‘কৌশল’ হিসেবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধপ্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সার শনাক্তে ন্যানোটিউবভিত্তিক নতুন মডেল উদ্ভাবন