১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

রাঙ্গুনিয়ায় প্রবাসী ইউসুফ হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চাঞ্চল্যকর রাঙ্গুনিয়ার প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হয়েছে। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। জানা গেছে, সাতমাস তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ। এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলায় ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তারা হল- আজগর আলী (৫২), টিপু (২৮), মামুন (৩৩), আলী আকবর (৪৩), মাহবুবুল আলম (৩৩), সাগর খান (২২), মোমিন (২০), আলমগীর (৪০), আয়ুব আলী খান (৫৪), মোহসিনুল হক (৫৫), আবু তালেব (৩৮), আবু বক্কর (৫১) এবং নেজাম উদ্দিন নাজু (১৭)। তাদের মধ্যে প্রধান আসামিসহ তিনজন জেলে, চারজন জামিনে এবং বাকিরা পলাতক রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের (২০২১) ২৮ নভেম্বর অনুষ্ঠিত রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এম আবু তৈয়ব তালুকদার দ্বিতীয় বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলী ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে সংঘবদ্ধ দল চলতি বছরের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তৈয়বের বড় ভাই প্রবাসী ইউসুফের উপর হামলা চালানো হয়। দশদিন পর গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রের পথে না এলে পালানোর অলিগলিও খুঁজে পাবেন না : কাদের
পরবর্তী নিবন্ধনিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার