১২ কেজি এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৪:৩২ পূর্বাহ্ণ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসএলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম দাম পড়বে ১ হাজার ২৫৩ টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০৪ টাকা ৪১ পয়সা। গতকাল মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে। নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছিল ১ হাজার ২১৫ টাকা, যা ছিল তার আগের মাসে চেয়ে ২৬ টাকা কম। এবার সেটা অক্টোবরকে ছাড়াল। ডিসেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে কমিশন। প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা। নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা ছিল, যা ছিল তার আগের মাসের চেয়ে ১ টাকা ১৯ পয়সা কম। খবর বিডিনিউজের।

এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে বিইআরসি দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে। এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি ৪৮৮ দশমিক ৫০ ডলার বিবেচনায় নিয়ে নতুন দর ঠিক করেছে বিইআরসি। এর আগের মাসে এই দর ছিল ৪৬৫ টাকা ২৫ পয়সা। তার মানে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে প্রতি টনে প্রায় ২৩ ডলার।

পূর্ববর্তী নিবন্ধবাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধসরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত