হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

সপ্তসুর কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে গত শুক্রবার নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ ইনস্টিটিউটের অডিটরিয়ামে রবীন্দ্রনজরুল জয়ন্তী উপলক্ষে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইনস্টিটিউটের পরিচালক ও সংগীত প্রশিক্ষক শিউলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সপ্তসুর কালচারাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন ওয়াদ্দেদার। প্রধান আলোচক ছিলেন সাংস্কৃতিক সংগঠক স.ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশুকিশোর সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন মধু, সংগীত প্রশিক্ষক এডিসন নাহা।

উম্মে সালমা চৌধুরী ফাহিয়ার উপস্থাপনায় শেষে রবীন্দ্রনজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন রিন্তা পাল, চৈতী মল্লিক, মৌনিতা নাথ, অন্তরা ধর, সুচনা আকতার, প্রিয়ন্ত নাথ, দীপান্বিতা দাশ। সমগ্র অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন সুচনা মল্লিক ও তবলা সহযোগিতায় সজীব বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় গানেও নজর কাড়লেন অধরা
পরবর্তী নিবন্ধ‘অ্যানাটমি অব আ ফল’ জিতে নিল স্বর্ণ পাম