হাড় ও হাঁড়ি

আজিজ কাজল | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩০ পূর্বাহ্ণ

এই নদী ও মানুষের গল্প খুব বেশি দিনের নয়।
হাড়ের বাদাম খুঁটে মেখেছি শ্রমণ; তমিগ্র রাতের
আঁধারে চলো রাত পোহায়ে আসি।

তোমার সতেজ ঝোনাকির পায়ে এখন মহাপতঙ্গের ঘা;
চতুষ্পদী পায়ে তুলি চিনি-পাখির স্বর।
ফুল তোলা কাঁথা আর বালিশের
আজন্ম ইতিহাস এখনো ভুলি নি।
তুমিও মিছে-আর্তনাদে আর সইবে না,
দাঁড়ের ফসিলে মাখা প্রত্নছাও।

পূর্ববর্তী নিবন্ধখোয়াবঘরে
পরবর্তী নিবন্ধএপারে দীর্ঘশ্বাস-ওপারে শান্তি আশ্রম