হামিদচরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি জাকির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম জানান, চান্দগাঁওয়ে সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় হামিদচর এলাকার ইউসুফ সওদাগরের বাড়ি থেকে আসামি জাকিরকে গ্রেপ্তার করা হয়। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইমাম হাশেমী (রহ.) কনফারেন্স আজ
পরবর্তী নিবন্ধশিল্পকলায় অঙ্গনের সাফায়াত খান স্মরণানুষ্ঠান আজ