নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর চারজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। এরপর হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে এ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন আবু মুসা, সাকিব আলম, রায়হান উদ্দিন ও মো. আরিফ। এর মধ্যে মুসা ও সাকিব মাইক্রোবাসের ড্রাইভার ও হেলপার। পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটি চকরিয়া থেকে ভাড়া করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর অভিযান চালিয়ে প্রথমে মাইক্রোবাসটি জব্দ করা হয়। ড্রাইভার ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়। পরে ঘটনায় জড়িত আরো দুজনকে আটক করা হয়। বাকিদের খোঁজা হচ্ছে।












