হাতির আক্রমণে আহত হাতির মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে উদ্ধার করা আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিনের মাথায় গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মারা যায়। পরে ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্নের পর হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

হাতিটির ময়নাতদন্ত প্রক্রিয়ায় থাকা চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইন দৈনিক আজাদীকে জানান, আহত হয়ে পাঁচদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাতিটি পুরুষ হাতি। বয়স আনুমানিক ৮ বছরের মধ্যে হবে।

হাতিটির আঘাতের পারিপাশ্বিকতায় ধারণা করা হচ্ছে, আরেকটি বয়স্ক পুরুষ হাতি (দাঁতাল হাতি) এই হাতির সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এতে হাতিটির পেছনের অংশে গুরুতর আঘাত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে হাতিটি। চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম চলার পাঁচদিনের মাথায় হাতিটি মারা যায়।

চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন জানান, হাতিটির চিকিৎসা সেবা শুরু করা হলেও আঘাত গুরুতর হওয়ায় প্রাণে বাঁচানো যায়নি। মারা যাওয়ার পর হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্নের পর মাটিতে পুঁতে ফেলা হয়।

কঙবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের নিয়ন্ত্রণাধীন খুটাখালী বনবিট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুর রহমান দৈনিক আজাদীকে জানান, বিটের কর্মীরা গত ১১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে খুটাখালী বনবিটের নিয়ন্ত্রণাধীণ জঙ্গল খুটাখালী মৌজার সংরক্ষিত বনাঞ্চলের কেশখোলা নামক এলাকায় একটি পুরুষ হাতি গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর হাতিটির চিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত বাঁচানো যায়নি। বিট কর্মকর্তা আরো জানান, হাতি মারা যাওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতে তিনি বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপিস্তলের মতো দেখতে গ্যাসলাইট দেখিয়ে অপহরণ
পরবর্তী নিবন্ধ১২ হাজার কিমির পদযাত্রা কিরণ ভার্মা এখন চট্টগ্রামে