দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পদ থেকে বহিস্কার করা হয়েছে ওই ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মেম্বারকে।
রবিবার (১৮ আগস্ট) উপজেলা বিএনপির অফিসিয়াল প্যাডে সভাপতি/সম্পাদকের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ দেয়া হয়।
বহিষ্কারাদেশে বলা হয়- ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খাঁন অবৈধ সরকারের অধীনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিনা ভোটে অবৈধভাবে চেয়ারম্যান হয়।
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হলে সে ভারতে পালিয়ে যায়। দুঃখের বিষয় আজকে সেই দুর্বৃত্ত ও অবৈধ চেয়ারম্যানকে ইউনিয়নে ছাত্র-জনতা ঘেরাও করতে গেলে জাকির হোসেন অবৈধ চেয়ারম্যান এর পক্ষ নিয়েছেন যা সুস্পষ্ট প্রমানিত এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের ৪ জন নেতাকর্মীদের উপর তার নেতৃত্বে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠে।
দলের শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মির্জাপুর ইউনিয়ন এর প্রাথমিক সদস্য পদ সহ উপদেষ্টা পরিষদ এবং বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন তাকে বহিস্কারের সত্যতা স্বীকার করে বলেন, দলের যে কোন সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।












