হতাশার সিরিজ শেষে দেশে ফিরল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জয় যেন সোনার হরিণ। করোনাকালে টাইগাররা যখন নিউজিল্যান্ড সফরে গিয়েছিল তখন টানা ২৫ ম্যাচে হারের তেতো রেকর্ড টাইগারদের নামের সাথে। লক্ষ্য ছিল সে রেকর্ড যেন আর বড় না হয়। কিন্তু সিরিজ শেষে কেবলই হতাশা যোগ হয়েছে টাইগারদের নামের সাথে। সিরিজের ছয় ম্যাচে হেরে পরাজয়ের সংখ্যাটাকে ৩২ এ নিয়ে গেছে টাইগাররা। তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও জয়ের মত কোন পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি টাইগাররা। আর তাতেই পরিণতি যা হওয়ার তাই হয়েছে। ছয় ম্যাচে হেরে লজ্জার সিরিজ শেষ করে গতকাল দেশে ফিরেছে টাইগাররা। যদিও নিউজিল্যান্ডের মত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জিতে ফেরার কথা চিন্তা করেনি কেউ। তবে অতীতের পরিসংখ্যান ও ইতিহাসে বদল আনতে অন্তত একটি জয়ের আশা ছিল সকলের। কিন্তু সে আশা পুরন হয়নি। বরং আগের সব ব্যর্থতা-হতাশার গল্পই নতুন করে লিখেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর
রহীমরা। নিউজিল্যান্ড সফরের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সবকটিতেই মিলেছে পরাজয়। নিউজিল্যান্ডের মাটিতে তাই জয়টা অধরাই রয়ে গেছে বাংলাদেশ দলের। গতকাল রোববার বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটার, টিম স্টাফ ও অফিসিয়ালরা। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসায় এই বহরের সঙ্গে ছিলেন না তামিম ইকবাল ও হাসান মাহমুদ। বাকি সবাই ফিরেছেন একই ফ্লাইটে। গুঞ্জন ছিল নিউজিল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে সরাসরি আইপিএল খেলতে ভারত চলে যাবেন মোস্তাফিজুর রহমান। তবে তা করেননি তিনি। দলের সঙ্গে দেশে ফিরেছেন বাঁহাতি কাটার মাস্টার। আর দেশে ফিরেই তিনি ধরেছেন ভারতের বিমান। হতাশার সফর শেষ করে দেশে ফেরা বাংলাদেশ দল এবার প্রস্তুতি নেবে শ্রীলংকা সফরের। দুটি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধঢাকা নেমেই মুম্বাইয়ের বিমানে মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলকে হারালো সালমারা