স্বাধীনতা দিবসের আগে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

| মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবসের আগে ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র্রতা বাড়তে পারে, কিয়েভের এমন আশঙ্কার মধ্যেই এসব হামলা চালানো হল। রাশিয়ার অব্যাহত হামলার মধ্যেই ইউক্রেনের সামরিক কর্মকর্তারা ও বেসামরিকরা রাস্তার একটি বাজার থেকে কেনাকাটা করছেন। ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী একটি শহরে ও কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। খবর বিডিনিউজের।
২৪ অগাস্ট সোভিয়েত শাসন থেকে স্বাধীন হওয়ার ৩১ বছর পালন করতে যাচ্ছে ইউক্রেন, একই দিন রাশিয়ার ইউক্রেন আক্রমণের ছয় মাস পূর্ণ হবে, এ দুটি উপলক্ষকে সামনে রেখে ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্রতা বাড়তে পারে, কিয়েভের এমন আশঙ্কার মধ্যেই এসব হামলা চালানো হল। ইউক্রেন ও ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার নিকটবর্তী শহর নিকোপলে রোববার রাতে পাঁচটি ভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করা হয় বলে টেলিগ্রামে লিখেছেন আঞ্চলিক গভর্নর ভ্যালেনতিন রেজনিচেঙ্কো।
তিনি জানান, ২৫টি কামানের গোলা শহরটিতে আঘাত হেনেছে, এতে একটি শিল্পকারখানা প্রাঙ্গণে আগুন ধরে যায় এবং শহরটির তিন হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাপোরিঝিয়া শহরের আশপাশে লড়াই তীব্রতর হওয়ায় এবং শনিবার ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী শহর ভজনেসেনস্কতে ক্ষেপণাস্ত্র হামলার পর যে কোনো সময় পারমাণবিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আরও বেড়েছে।

রোববার এক ফোন কলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। রোববার রাতে ইউক্রেনের ওদেসা অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ব বাজারে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি ফের সচল করতে জাতিসংঘের মধ্যস্থতায় করা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওদেসা অঞ্চলের বন্দরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক প্রশাসনের একজন মুখপাত্র ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দেওয়া তথ্য উদ্ধৃত করে জানিয়েছেন, রাতে অঞ্চলটি লক্ষ্য করে কৃষ্ণসাগর থেকে পাঁচটি রুশ ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইউক্রেনের এয়ার ডিফেন্স এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করলেও অপর তিনটি কৃষিজাত লক্ষ্যস্থলগুলোতে আঘাত হেনেছে, তবে তাতে কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩২.৭২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতের ‘এলিট’ নেতাকে হত্যার পরিকল্পনাকারী মস্কোতে আটক