স্তন ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন হওয়ার পরামর্শ

আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস। আন্তর্জাতিকভাবে পুরো অক্টোবর মাসটি স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী স্তন ক্যান্সার একটি নীরব ঘাতক। আমাদের দেশেও পাল্লা দিয়ে বাড়ছে এই রোগের প্রকোপ। চিকিৎসকদের মতে, যেকোন বয়সেই স্তন ক্যান্সার হতে পারে। তবে মরণব্যাধি এই ক্যান্সার এড়াতে সচেতনতার পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তনের ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ফাস্ট ফুড, লাল মাংস, শুঁটকি, সিগারেট, পান এবং তামাক জাতীয় যেকোন ধরনের পণ্য সেবন থেকে বিরত থাকলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব। তবে স্থুলকায় নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি অন্যদের চেয়ে বেশি। অপরদিকে স্তনের অস্বাভাবিকতা শনাক্তের জন্য নিজের স্তন নিজে পরীক্ষা করার প্রতি জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, স্তনের কোনো অংশে কোষপিণ্ড বা টিউমার আছে কিনা তা সেটি বুঝার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে হাতের আঙুল দিয়ে পুরো স্তন নিখুঁতভাবে পরীক্ষা করতে হবে। এছাড়া স্তন পরীক্ষার দ্বিতীয় পদ্ধতি হলো ম্যামোগ্রাফি। ক্যান্সারের স্ক্রিনিং বা পরীক্ষার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। অন্যদিকে বংশের কারো স্তন ক্যান্সারের পূর্ব ইতিহাস থাকলে অবশ্য চিকিৎসকের শরনাপন্ন হতে হবে বলে জানান বিশেষজ্ঞরা।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন হতে হবে। বংশের কারো এই রোগ ধরা পড়লে তাকে আরো অধিক সতর্ক থাকতে হবে। এছাড়া পরিমিত খাদ্যাভাস, কায়িক পরিশ্রম ও শৃঙ্খলাবোধ এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নির্বাচনে অংশ নেবে, খালেদা জিয়াও দ্রুত সুস্থ হয়ে উঠবেন : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্মার্ট হচ্ছে চসিকের তিন ওয়ার্ড