আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, বাঙালি সংস্কৃতি মুখ্যত গ্রামীণ সংস্কৃতি। শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অন্ধকার দূর করতে হবে। সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই গড়তে হবে আলোকিত মানুষ।
রাঙ্গুনিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশেষ তালুকদার কেবলা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গত ১৫ এপ্রিল উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ি শাখার ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ তালুকদার মানিক। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। আশীর্বাদক ছিলেন সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুণাশ্রী থেরো, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ নন্দশ্রী ভিক্ষু। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক লিটু কুমার বড়ুয়া, প্রকৌশলী সুমন তালুকদার, শিক্ষক রঞ্জন বড়ুয়া, সংগীত শিল্পী অশোক চৌধুরী, সঞ্চিতা দত্ত বেবী, অনন্য বড়ুয়া, আবৃত্তিকার প্রণব কুমার চৌধুরী, চিত্রশিল্পী সঞ্জীত রায়, প্রকৌশলী দীপক বড়ুয়া, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার। বক্তব্য দেন অভিজিত তালুকদার পাপেল, একান্ত বড়ুয়া বাপ্পি, সুজিত তালুকদার ও পিয়াল বড়ুয়া।











