সুযোগ আসছে টিকাগ্রহণ কেন্দ্র পরিবর্তনের

সংরক্ষিত কেন্দ্রে নিবন্ধন করে জটিলতা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৪:৫৩ পূর্বাহ্ণ

করোনার টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল), বিমান বাহিনী, নৌ-বাহিনীর হাসপাতালসমূহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত মর্মে অনলাইন নিবন্ধনের সুরক্ষা প্লাটফর্মে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। অর্থাৎ টিকা গ্রহণে কেন্দ্র হিসেবে এসব কেন্দ্র জনসাধারণকে নির্বাচন না করতে নির্দেশনা দেয়া রয়েছে। এরপরও অনেকে এসব কেন্দ্র নির্বাচন করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সংরক্ষিত এসব কেন্দ্রে সাধারণ জনসাধারণের জন্য টিকাদানের ব্যবস্থা চালু না থাকায় অনলাইন নিবন্ধনকারীরা টিকা গ্রহণে বেকায়দায় পড়েছেন। আর ভিন্ন কেন্দ্রে টিকাদান এরইমধ্যে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিবন্ধিত কেন্দ্রেই টিকাদান নিশ্চিতে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার চট্টগ্রামে এসে এমন নির্দেশনা দিয়ে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। অনলাইনে নিবন্ধিত কেন্দ্রের বাইরে ভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা নিলে পরবর্তীতে টিকা সনদ পেতে জটিলতা দেখা দিতে পারে। এই জটিলতা এড়াতে নিবন্ধিত কেন্দ্রেই টিকাদান নিশ্চিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।
এমন নির্দেশনায় সংরক্ষিত কেন্দ্রগুলোতে নিবন্ধনকারীরা টিকা গ্রহণে বেকায়দায় পড়েছেন। কয়েকদিন ধরে এমন অনেককেই টিকা নেয়ার আশায় নগরের এ কেন্দ্র ওই কেন্দ্র ঘুরতে দেখা গেছে। কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। সংরক্ষিত কেন্দ্রগুলোতে নিবন্ধনকারীরা টিকা নিতে সমস্যায় পড়েছেন স্বীকার করে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলাপ করে নির্দেশনা চাওয়া হবে বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতর চৌধুরী। আর সংরক্ষিত কেন্দ্রগুলোতে নিবন্ধনধারীদের আপাতত অপেক্ষায় থাকতে হবে বলে গত বুধবার আজাদীকে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, অনলাইন প্লাটফর্মে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা উল্লেখ করা আছে। এরপরও নিবন্ধনের সময় অনেকেই ভুল করেছেন। তাদের আপাতত অপেক্ষায় থাকতে হবে।
অবশ্য এমন ভুলের ক্ষেত্রে সংশোধনের সুযোগ আসতে পারে জানিয়ে সিভিল সার্জন গতকাল বলেন, যারা ভুল কেন্দ্র নির্বাচন করে টিকা নিতে পারছেন না, তাদের জন্য কেন্দ্র পরিবর্তনের একটি সুযোগ আসতে পারে। আগামী সপ্তাহের দিকে অনলাইনে কেন্দ্র পরিবর্তনের এ অপশন যুক্ত হতে পারে বলেও জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে নিবন্ধনের ক্ষেত্রে কেন্দ্র নির্বাচনে ভুল না করতে এবং বুঝে-শুনে কেন্দ্র নির্বাচনের আহ্বান জানান সিভিল সার্জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে মঙ্গলবার থেকে নিবন্ধিত কেন্দ্রের বাইরে অন্য কোনো কেন্দ্রে টিকা না দেয়ার কথা জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি বলেন, যিনি যে কেন্দ্রের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন এখন থেকে তিনি সে কেন্দ্রেই টিকা নেবেন। ভিন্ন কোনো কেন্দ্রে টিকা নেয়া যাবে না। আর নিবন্ধনের পর টিকাগ্রহণের তারিখ ও সময়সহ সংশ্লিষ্ট নিবন্ধনকারী তার মোবাইলে একটি এসএমএস পাবেন। ওই এসএমএস-এ উল্লিখিত তারিখে নিবন্ধনকারী টিকা নিতে কেন্দ্রে যাবেন। কেন্দ্রে গিয়ে মোবাইলে আসা এসএমএস দেখিয়ে তিনি টিকা নিতে পারবেন। সকলকে নিবন্ধিত স্ব-স্ব কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত করোনার টিকা নিতে প্রথমে ৫৫ বা তদুর্ধ্ব বয়সীদের অনলাইন নিবন্ধনের সুযোগ দেয়া হয়। যার কারণে অগ্রাধিকার তালিকাভুক্তদের অনেকেও অনলাইন নিবন্ধন করতে পারেননি। তবে ৮ ফেব্রুয়ারি থেকে বয়সের বাধা কমিয়ে চল্লিশ বছর বয়সীদেরও টিকা নিতে অনলাইন নিবন্ধনের সুযোগ করে দেয়া হয়। এর ফলে ওই দিন (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকেই অনলাইন নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। অতিরিক্ত চাপে এক পর্যায়ে একটি একটি কেন্দ্রে নিবন্ধন বন্ধ হয়ে যায়। বুধবার থেকে এসব কেন্দ্রে পুনরায় অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে টিকা গ্রহীতা দেড় লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধগণ-আন্দোলনে রূপ নেয় রাষ্ট্রভাষার আন্দোলন