সুবিধাবঞ্চিত মানুষের পাশে চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বিজয়ের মাসে শীতবস্ত্র উপহার-এ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি গত ১৯ ডিসেম্বর পটিয়া উপজেলার মধ্য বড়লিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার অসহায় শীতার্ত পরিবারকে কম্বল উপহার দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাহেদা নাসরিন, জামিলা রহমান, শিল্পী ইকবাল হায়দার, অধ্যক্ষ রতন কুমার নাথ, রাশেদ মনোয়ার, অধ্যক্ষ মীর কফিল উদ্দীন, রফিকুল ইসলাম ভূঁইয়া, তুরানি মাহফুজ, শাহরিয়ার খালেদ, অধ্যক্ষ তহুরুন সবুর ডালিয়া, রাশেদ আনোয়ার প্রমূখ।

এবারের এ মানবিক কার্যক্রম সমিতির অতীত উদ্যোগেরই ধারাবাহিকতা। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সীমিত সামর্থ্য নিয়ে ভবিষ্যতেও সমাজতত্ত্ব সমিতি এগিয়ে আসার ইচ্ছে পোষণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে পর্যটকবাহী লেগুনা উল্টে আহত ৪
পরবর্তী নিবন্ধচুয়েটে স্থাপত্য বিভাগের ১২ বছর পূর্তি উদযাপন