সিরিজ জয়ে চোখ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়া টাইগাররা আজ রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে। আর এ ম্যাচ জয়ের মাধ্যমেই তিন ম্যাচ সিরিজ জয়ের সুযোগও থাকছে তাদের সামনে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এই ম্যাচ জিতলে এক যুগ পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। ২০০৯ সালে সেখানে সিরিজ জয়ের পর ২০১১ ও ২০১৩ সালে ফিরতে হয়েছিল হেরে। এদিকে ম্যাচের আগে দ্বিতীয় ওয়ানডেতে তামিমের চাওয়া তার ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞদের ব্যাটে বড় ইনিংস। প্রথম ম্যাচে বাংলাদেশ রেকর্ড গড়া জয় পেলেও টপ অর্ডারের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক। কাঠগড়ায় তুলেছেন তিনি নিজেকেও। তামিম আউট হন শূন্য রানে, উইকেটে অস্থির উপস্থিতি শেষে সাকিব বিদায় নেন ১৯ রানে। পরে ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেনরাও। বিপদ থেকে দলকে উদ্ধার করে লিটন দাসের সেঞ্চুরি। শুরুর বিপর্যয়ের পুনরাবৃত্তি আর দেখতে চান না তামিম। বিসিবির ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক বললেন, সিরিজ জয়ের ম্যাচে তার আর সাকিবের দায়িত্ব নিতে হবে বেশি। বলেন,‘উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যায়, সেটা আদর্শ কিছু নয়। আমরা চেষ্টা করব, আমাদের টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি বড় ইনিংস খেলতে পারি, তাহলে দল হয়তো এমন পরিস্থিতিতে পড়বে না। আমার কাছে মনে হয় বোলিং নিয়ে আমি খুবই সন্তুষ্ট। খুবই খুশি আমরা যেভাবে বোলিং করেছি।’
প্রথম ম্যাচে জয়ের পর গতকাল শনিবার বিশ্রামে ছিল টাইগার দল। তামিম জানান, প্রথম ম্যাচের সেঞ্চুরির পথে কুঁচকিতে টান লাগলেও এখন ফিট লিটন দাস। তবে খুব আশার কথা শোনাতে পারেননি তিনি মোস্তাফিজুর রহমানকে নিয়ে। প্রথম ম্যাচে খেলতে না পারা বাঁহাতি পেসারের অবস্থা এখনও ‘ফিফটি-ফিফটি।’তামিমের কথায় যে ইঙ্গিত, তাতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। তামিমও পুরোপুরি ফিট নন। নিজের কথা বলতে গিয়ে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আমার ব্যাপারে তো কমবেশি বলা হয়ে গেছে। এই তিনটা ম্যাচই কমবেশি ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে। আমি কোনও না কোনও ভাবে ম্যানেজ করে খেলছি।’ মোস্তাফিজ না খেললে টাইগার একাদশ হয়তো অপরিবর্তিতই থাকবে। মোস্তাফিজ খেললে বসতে হতে পারে তরুণ পেসার শরিফুল ইসলামকে। আবার মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগের অপেক্ষায় থাকা নুরুল হাসান সোহানকে বিবেচনা করা হয় কিনা সেটাও দেখার বিষয়। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১৭ ম্যাচই জিতেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের মাটিতে দেশটির বিপক্ষে সর্বশেষ সিরিজে হেরেছে টাইগাররা। আজ জয় পেয়ে সেই ঝুঁকি থেকে মুক্ত হতে চাইবে তামিম ইকবালের দল।

পূর্ববর্তী নিবন্ধছেলের ছবি প্রকাশ্যে আনলেন সাকিব
পরবর্তী নিবন্ধআসছে মাইক্রোসফটের ক্লাউড পিসি