সিদ্দিক আহমেদের জ্ঞানের গভীরতা পরিমাপ করা সম্ভব নয়

অভিষেক অনুষ্ঠানে অনুপম সেন

রাউজান প্রতিনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

প্রয়াত সাংবাদিক প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, সিদ্দিক আহমেদের জ্ঞানের গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। প্রচার বিমুখ এই মানুষটি বহু গুণের অধিকারী। তিনি নীরবে কাজ করে গেছেন সমাজকে আলোকিত করতে। তার জীবন আদর্শ অনুসরণ করে আজকের যুব এগিয়ে গেলে সমাজ আলোকিত হবে। গতকাল শুক্রবার রাউজান নোয়াপাড়া পথেরহাট একটি কমিউনিটি সেন্টারে ফাউন্ডেশনের এই অনুষ্ঠান উদ্বোধন করেন ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। তিনি উদ্বোধকের বক্তব্যে বলেন, সিদ্দিক আহমেদের মত গুণিজনদের আজকের সমাজে বড়ই প্রয়োজন। তার জীবনী থেকে আমাদের শেখার অনেক কিছু আছে।

নবগঠিত কমিটির সভাপতি শামিম আল আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অধ্যাপক সৈয়দ আহমদ ও কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য দেন, মরহুমের পুত্র সহকারি এটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফ। অন্যদের মাঝে বক্তব্য দেন, সপ্তাহিক আন্দরকিল্লা সম্পাদক মুহাম্মদ নুরুল আবসার, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, পূর্বগুজরার চেয়ারম্যান এম আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরার চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, উরকিরচরের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, পাহাড়তলীর চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, নোয়াপাড়ার চেয়ারম্যান বাবুল মিয়া। উপস্থিত ছিলেন মোরশেদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট শাহেদ উল্লাহ জনি, আবদুল গফুর মাস্টার, সৈয়দ মোজাফফর হোসেন, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, মাওলানা আবদুল্লাহ রশিদী, ব্যাংকার আনোয়ার হোসেন শাওন, সাংবাদিক এস এম ইউছুপ উদ্দিন, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, শিক্ষক নাসরিন আকতার, নুরুন নবী মাস্টার, আবু মুছা সিদ্দিকী, শেখর ঘোষ আপন, সমাজ সেবক আহমদ সৈয়দ, মো. বেলাল, প্রিয়ম দে, আমীর হামজা প্রমুখ। শেষ পর্বে ফাউন্ডেশনের পক্ষ থেখে একশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাছের সাথে নিয়ন্ত্রণ হারা পাজেরোর ধাক্কা, নিহত ১
পরবর্তী নিবন্ধঅস্তিত্বহীন দলের সাথে মিটিং বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ